এক নজরে জেলা শিক্ষা সংক্রান্ত বিবরণ
১। শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা : ২৭৫টি। মাধ্যমিক : ১১৮টি, নিম্নমাধ্যমিক: ৪৪টি, স্কুল এন্ড কলেজ: ১৯টি, দাখিল: ৪৮টি, আলিম: ১০টি, ফাজিল: ৩টি, কামিল: ৩টি এবং কলেজ: ৩০টি।
২। সরকারি স্কুল : ১১টি, সরকারি কলেজ : ৯টি, বেসরকারি স্কুল ১৫১টি, স্কুল ও কলেজ : ১৯টি, মাদ্রাসা ৬৪টি। কলেজ: ২১টি।
৩। এমপিওভুক্ত প্রতিষ্ঠান : ২০০টি, নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান ৪৬টি।
৪। মোট শিক্ষক সংখ্যা : ৩,৯৭৫জন, মহিলা শিক্ষক : ৯৮৫জন, পুরুষ শিক্ষক : ২,৯৯০জন।
৫। মোট শিক্ষার্থীর সংখ্যা : ২,৫৮,১০০ জন, ছেলে : ১০৩২৪০জন, মেয়ে : ১৫৪৮৬০জন।
৬। শিক্ষার হার : ৪৫.৫০%। স্বাক্ষরতার হার ৫১.৫০%।
৭। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক সংখ্যা : ২৯৬৩জন।
৮। উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা : ছাত্র : ১৮,২১৫জন, ছাত্রী : ৭৪৩৪০জন।
৯। জেলার স্কাউট প্রতিষ্ঠান সংখ্যা : ২০৫টি
১০। মাল্টিমিডিয়া প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা : ২০৬টি।
১১। অনলাইন রেকর্ডিং স্টুডিও : ৩৪টি। অনলাইন পেইজ : ১৪৯টি।
১২। অনলাইন ক্লাসের সংখ্যা (জানুয়ারী-ডিসেম্বর ২০২১) : ৬৫২৪৪টি
১৩। শিক্ষক বাতায়নে শিক্ষক সংখ্যা : ১৮১৪জন।
১৪। আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর : ১০১জন।
১৫। বই বিতরণ (২০২২) : ৩২০৪২৫৫টি।
১৬। শেখ রাসেল ডিজিটাল ল্যাব : (পুরাতন ৬০+নতুন ৫১)=১১১টি।
১৭। আইসিটি লার্নিং সেন্টার : ৯টি।
১৮। শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন : ২৭০টি।
১৯। শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর : ১৮৬টি ।
২০। শেখ রাসেল দেয়ালিকা : ৬২টি।
২১। শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ : ৮৯টি।
২২। জেলা শিক্ষা অফিসসহ শিক্ষা প্রতিষ্ঠানে ছাদ বাগানের সংখ্যা : ৪৭টি।
২৩। পরীক্ষার ফলাফল ২০২১ সাল : এসএসসি উত্তীর্ণ: ২৩২৭১ জন, পাশের হার : ৯৬%, দাখিল উত্তীর্ণ : ৩৩৬৫জন, পাশের হার : ৯২%, কারিগরি উত্তীর্ণ : ১১৬জন পাশের হার : ১০০%।
২৪। ১২-১৮ বছর বয়সী শিক্ষর্থীদের টিকা গ্রহণ সংক্রান্ত: ১ম ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা : ২,১০,৪৪৫জন। ২য় ডোজ গ্রহণকারীর সংখ্যা : ১,৭১,৫৮১জন (টিকা কার্যক্রম চলমান)।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS