বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত (আইসিটি, পিবিএম, হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, সৃজনশীল প্রশ্নপদ্ধতি, কারিকুলাম ইত্যাদি) শিক্ষকগণ প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করছেন কিনা পরিদর্শনকারী কর্মকর্তাগণকে তা মনিটরিং করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। শ্রেণিকক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। সকল শিক্ষক নিয়মিত পাঠ পরিকল্পনা তৈরী করতঃ মাল্টিমিডিয়া ব্যবহার করে শ্রেণীকক্ষে পাঠদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিদর্শনকারী কর্মকর্তাগণকে পিবিএম বাস্তবায়নে প্রতিষ্ঠান পরিদর্শনকালে পিবিএম বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য অনুরোধ করা হয়। ড্রপআউট রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পিটিএ সভা আয়োজন করার জন্য অনুরোধ করা হয়। ঝরে পড়া রোধকল্পে মিড-ডে মিল ব্যবস্থা করার ও যে সব প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ল্যাব নেই সে সব প্রতিষ্ঠানে ল্যাব প্রতিষ্ঠার সুপারিশ করা হলো। অনুপস্থিত শিক্ষার্থীদের চিহ্নিত করে ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের নির্দেশ প্রদান করা হয়। জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং দূরীকরণে এবং শিক্ষার্থীদের ফেইসবুক ব্যবহার থেকে বিরত রাখার জন্য শিক্ষকদের ভূমিকা রাখতে জোর আহবান জানানো হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS